গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১০টি কলোনীর ৪শতাধিক ঘর ।
মোঃ মোরশেদ আলম,গাজীপুর থেকে
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে অন্তত ১০ টি কলোনীর চার শতাধিক বসতঘর । রবিবার রাত সাড়ে ৮ টার দিকে হুমায়ুন মিয়ার কলোনী থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের কলোনীতে ছড়িয়ে পড়ে । এতে পাশের অন্তত ১০ টি কলোনীর ছয় শতাধিক বসতঘর পুড়ে গেছে । ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়,গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিন সেট কলোনী তৈরি করা হয় । রাত সাড়ে ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনী থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের ১০টি কলোনীতে ছড়িয়ে পড়ে । স্থানীয়রা স্ট্রান্ডার্ড নীটওয়ার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে । স্থানীয়রা আরও জানায়,ঐ এলাকায় তিতাস গ্যাসের লাইন না থাকায়,সিলিন্ডার গ্যাসের বোতল ব্যবহার করেন সবাই । তাদের ধারনা সিরিন্ডার গ্যাস বোতলের লিকেজ থেকে অগ্নিকান্ডের উৎপত্তি হয় ।
পরে গাজীপুর,কাশিমপুর ডিবিল এর মিনি ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় ।স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তৎক্ষনে শতাধিক রুমের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে,তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।